আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজনন্দিনী

বিনোদন দেস্ক- টলিউডের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। ব‌্যক্তিগত জীবনে দেশের আলোচিত মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। মিথিলার সঙ্গে সংসার বাঁধার আগে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে তার। ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’ সিনেমা নির্মাণ করেন সৃজিত। এতে যীশু সেনগুপ্তর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী ইন্দ্রানী দত্তের কন‌্যা রাজনন্দিনী পাল।

এ সিনেমায় যখন অভিনয় করেন রাজনন্দিনী তখন তার টিনএজ বয়স। কিন্তু এই সময়ে টলিপাড়ার বিভিন্ন পার্টিতে প্রায়ই একসঙ্গে দেখা গেছে সৃজিত-রাজনন্দিনীকে। তারপর গুঞ্জন চাউর হয়, তারা নাকি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে ফিসফাস কম হয়নি এই জুটিকে কেন্দ্র করে।এরপর কেটে গেছে ৩ বছরের বেশি সময়। সেই পুরোনো ইস্যু নতুন করে সামনে এনেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে সৃজিতের বিয়ের প্রসঙ্গ তোলা হয়।

এরপর রাজনন্দিনী বলেন—‘জানি, কোন কথা নতুন করে বলতে চাইছেন। সৃজিত মুখার্জি আর আমাকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত সেটা কিন্তু সংবাদমাধ্যমেরই তৈরি। আমাকে জড়িয়ে দেওয়া হয়েছিল, এটাই আমার বলার। বয়সে সৃজিত আমার পিতৃসম। তাকে নিয়ে এর বেশি কিছু বলার নেই।’

রাজনন্দিনী বলেন, ‘আমি কিন্তু তাকে (সৃজিত) ‘আঙ্কল’ বলে ডেকেছিলাম। এতে পরিচালক ক্ষুণ্ণ হয়েছিলেন। শুধু সৃজিত বলে ডাকার অনুরোধ জানিয়েছিলেন। আমি নিজে থেকে কিছুই করিনি।’

এই অভিনেত্রীর মতে, ‘এক যে ছিল রাজা’ সিনেমায় যিশু সেনগুপ্তের বিপরীতে একটা ‘বাচ্চা বৌ’ দরকার ছিল। যে চরিত্রে অভিনয় করার জন্য সৃজিত তাকে ডেকেছিলেন। তিনি তখন খুবই ছোট। এখন আর সেই বয়সে নেই! তবে উপযুক্ত চরিত্র পেলে সৃজিত আবারও তাকে ডাকবেন বলে বিশ্বাস তা।’

সম্প্রতি অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী ক্যারিয়ারের শুরু থেকেই সৃজিত ও প্রসেনজিৎতের মতো নাম করা পরিচালক-অভিনেতার সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পায়েস’। এই প্রযোজনা সংস্থার আগামী সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :