আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

এত পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না: মাহি

বিনোদন ডেস্ক- বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। বরাবরই প্রেম, বিরহ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন তিনি। সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেছেন। সর্বশেষ মাহি তার ফেসবুকে তসলিমা নাসরিনের একটি কবিতা পোস্ট করেছেন। যা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

কবিতাটি এমন—
‘যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য,
চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধী ছিটোতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,
যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়,

তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।
প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,
যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর
থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!
এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না!’

মাহি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে কবিতাটি ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন। এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মনে নতুন প্রশ্ন উদয় হয়েছে হঠাৎ কেন এমন কবিতা শেয়ার দিলেন নায়িকা? যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। গত মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।পরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রাকিব সরকারের সঙ্গে গত ১৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে তারা বেশ কিছু দিন প্রেম করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :