স্টাফ রিপোর্টার
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর সিরাজদিখান থানা প্রাঙ্গণ মসজিদে থানা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সালাউদ্দিন সালমান, সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ,সাংবাদিক মোঃ আমির হোসেন ঢালি,সিরাজদিখান থানার পুলিশের এস আই, এএসআই ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা।
Leave a Reply