স্টাফ রিপোর্টার: আবুল খায়ের স্টীলের উদ্যোগে মুন্সীগঞ্জের টংগীবাড়িতে স্থানীয় কার্পেন্টারদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে রবিবার দিনব্যপী গৃহনির্মাণ কর্মশালা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গৃহনির্মাণ কৌশল উন্নয়ন, আধুনিকায়ন ও অধিকতর দক্ষতা বৃদ্ধির জন্য স্থানীয় কার্পেন্টারদের সচেতন করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আবুল খায়ের স্টীলের ডেপুটি জেনারেল ম্যানেজার শরিফুল ইসলাম নবাব। তিনি বলেন, ক্রেতাদের জন্য গুণগতমান সম্পন্ন পণ্য সরবরাহ করার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আবুল খায়ের স্টীল সর্বদা বদ্ধপরিকর। মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার করে কার্পেন্টারদের সচেতন করার মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী এই কর্মসূচি আয়োজন করছে আবুল খায়ের স্টীল।
Leave a Reply