স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলা শাখা জেরিয়াট্রিক ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ও বর্তমান লাইফ গভর্নর অভিজিৎ দাস ববি। এতে জেরিয়াট্রিক ওয়েল ফেয়ার ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সাইফুর রহমানের সভাপতিত্বে ও সংগঠক মাহবুব আলম জয়ের সঞ্চালনায় অন্যদের মধে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি মো: তাজুল ইসলাম, জেরিয়াট্রিক ওয়েল ফেয়ার ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক এড. মো: জানে আলম প্রিন্স, সদস্য মো: হাবিবুর রহমান সুমন, মো: শাহাদাত হোসাইন, সাংবাদিক মো: নাজমুল হাসান, মো: মাসুদ রানা, মো: সেতু সহ অন্যরা। এসময় বক্তারা প্রবীণদের সুরক্ষায় বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
Leave a Reply