আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

সালাহউদ্দিন সালমান।
মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে সিরাজদিখানের কেয়াইন ইউনিয়ন নিমতলা নামক নিমতলা মালিক সমিতির অফিস সংলগ্ন একটি সভাকক্ষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা করা হয়।হাঁসাড়া হাইওয়ে থানার টি আই মোঃ শামিম আল মামুনের সভাপতিত্বে হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ হাঁসাড়া হাইওয়ে থানাধীন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ভিবিন্ন যানবাহন চলাচল নিয়ে বিশদ বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন পরিবহনের চালক, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সার্জেন্ট বাহারুল সোহাগ বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশিং কার্যক্রম করার পাশাপাশি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করনে আমরা আপ্রাণ চেষ্টায় কাজ করে যাচ্ছি। এছাড়া ব্যস্ততম ঢাকা মাওয়া এক্সপ্রেসয়েতে চুরি-ছিনতাই, যানবাহনের অতিরিক্ত গতি ও দুর্ঘটনা রোধে হাঁসারা হাইওয়ে পুলিশ কাজ করছেন প্রতিনিয়ত। এছাড়া সড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন নিয়ে কোনভাবেই মহাসড়কের হাইওয়ে লেনেগুলোতে প্রবেশ করতে নিষেধ করেন চালক এবং গাড়ির মালিকদের।এবং সড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে সকলের কাছে সহযোগিতা কামনা করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :