মুন্সীগঞ্জের সিরজদিখানে ইছামতির শখা নদীতে অবৈধ ভাবে বাশ ও জালের বাধ দিয়ে মাছ চাষের সংবাদ প্রকাশের পর উচ্ছেদে আসে উপজেলা প্রশাসন। উপজেরলার মালাখানগর ও বয়রাগাদী ইনিয়নের ফুরসাইল গ্রাম দিয়ে বয়ে যাওয়া ইছামতির শাখা নদীতে এই বাধটি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সুবীর কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুধিষ্ঠির রঞ্জন পাল, উপজেলা সার্ভেয়ার মো. হানিফ, বয়রাগাদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কুমার পাল প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, নাদীতে বাধ দিয়ে মাছ চাষ সম্পূর্ন অবৈধ। যারা বাধ দিয়েছে তারা তাদের ভূল স্বীকার করেছ। বিষটি আমি ইউএনও স্যারকে জানাব।এসময় বয়রাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান, ইউএনও স্যার ফোনে নির্দেশ দিয়েছে আগামীকাল সন্ধ্যার মধ্যে এখান থেকে সকল বাধ তুলে নেওয়ার জন্য। যারা বাধ দিয়েছে তাদের সকলকে আমি নির্দেশে যানিয়ে দিয়েছি।
Leave a Reply