স্টাফ রিপোর্টার :
র্যাব- ১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার ( ০৭ অক্টোবর ২১) রাত ৯ টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১টি চোরাই মোটরসাইকেলসহ ০১ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রিফাত (২০)।এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply