স্টাফ রিপোর্টার। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মুন্সীগঞ্জের কথিত সাংবাদিক হুজাইফা ইজরাসহ ৩জনকে গ্রেফতর করেছে র্যপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ।
১৪ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার আনুমানিক রাত ০২:৪০ হতে ০৪:১৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে মুন্সিগঞ্জের কথিত সাংবাদিক মোঃ হুজাইফা (ইজরা) (২২) ও তার দুই সহযোগী মোঃ ইসমাইল হোসেন (২০) ও এবং মোঃ আসিফ উল হাদীকে (৩৫) আটক করা হয়েছে ।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার, ০১টি মোটরসাইকেল, ০৪টি মোবাইল ফোন ও নগদ ১,৮০০/- (্এক হাজার আটশত) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে গাঁজাসহ অন্যান্য মদকদ্রব্য সরবরাহ আসছিল বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply