সালাহউদ্দিন সালমান।
সিরাজদিখানও শ্রীনগরে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বিজিবি মোতায়েনের সত্যতা নিশ্চিত করেছেন।
কুমিল্লার পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ নিয়ে উত্তেজনার ঘটনার রেশ ধরে দুই উপজেলার পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলাম জানান, সিরাজদিখান ও শ্রীনগরের পথে ১ প্লাটুন বিজিবি ইতোমধ্যে রওনা করেছে। তারা এখানে এসে পৌছলে কি ভাবে কাজ করবে সে সম্পর্কে পরিকল্পনা নির্ধারণ করা হবে এবং ১ প্লাটুন বিজিবি দুই উপজেলাতে ভাগ করে দেওয়া হবে যাতে দুটোতেই সমান ভাবে কাজ করতে পারে ।শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, বিজিবির সাথে ১ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। তিনি প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থা গ্রহন করবেন।
Leave a Reply