আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

কারামুক্ত হয়ে মানুষের সেবা করতে চান আরিয়ান খান

মাদক মামলায় কারাবন্দি শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। কয়েকদফা জামিন আবেদন করে ব্যর্থ হয়েছেন। তাকে বুধবার (২০ অক্টোবর) পর্যন্ত কারাগারেই থাকতে হবে।

এদিকে আরিয়ান নিজের ভুল স্বীকার করেছেন। জেল থেকে বেরিয়ে সেই ভুল শোধরাতে চান। নতুনভাবে নিজেকে গড়ে তুলতে চান।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিবি কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোকে (এনসিবি) যথেষ্ট সহযোগিতা করছেন আরিয়ান। জেল থেকে বেরিয়ে কী করবেন, তাও জানিয়েছেন এনসিবি কর্মকর্তাদের।

শাহরুখপুত্র নিজের ভুল স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, জেল থেকে বেরিয়ে, স্বাভাবিক জীবনে সমাজের দুঃস্থ মানুষদের জন্য কাজ করবেন। পিছিয়ে পড়া মানুষদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা করবেন।

এমনকি এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে আরিয়ান কথা দিয়েছেন, একদিন গর্ব করার মতো কাজ করবেন তিনি।

মাদক মামলায় যাদের গ্রেপ্তার করে এনসিবি, তাদের কাউন্সিলিং করানো হয় সংস্থাটির পক্ষ থেকে। বিশেষ করে যদি কেউ প্রথমবার গ্রেপ্তার হন বা তার মধ্যে মাদক নেয়ার কোনো লক্ষণ দেখা যায়। সাধারণত জিজ্ঞাসাবাদ শেষ হলেই করা হয় কাউন্সেলিং।

এর আগে গত ২ অক্টোবর গোয়াগামী একটি প্রমেদতরিতে আয়োজিত মাদক পার্টি থেকে আটক করা হয় শাহরুখপুত্র আরিয়ান খানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :