স্টাফ রিপোর্টার
দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলাম পুর ঈদগাহ মাঠে রবিবার দুপুরে ১২ টার দিকে নির্মান শিল্পীদেরকে নিয়ে “জিপিএইচ ইস্পাত নির্মানের কারিগর একসাথে জীবনভর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জিপিএইচ ইস্পাত লিমিটেড ও ক্রাউন সিমেন্ট এর পরিচালক আব্দুল আহাদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাত লিমিটেড এর পরিচালক মো:আশরাফুজ্জামান, হেড অব ট্রেড সেলস মোহাম্মদ মামুন কবির, ডিজিএম(বিপনন ও বিক্রয়) দীপক দত্ত, সিনিয়র ম্যানেজার (বিপনন ও বিক্রয়) মাজেদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মোক্তার হোসেন, সাধারন সম্পাদক মো: খাইরুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সভ্যতার আলোর সম্পাদক মীর নাছির উদ্দীন উজ্জ্বল, সাধারন সম্পাদক মামুনুর রশীদ খোকা প্রমূখ। সভায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের বিপনন ও বিক্রয় বিভাগের কর্মকর্তারা ও মুন্সীগঞ্জ শহরের নির্মান শিল্পীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply