আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার। 

শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন এক নারী একটি কন্যা সন্তান প্রসব করেছ। শনিবার বিকাল ৪ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি বাসস্ট্যান্ডে ওই নারী সন্তানটি প্রসব করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। তিনি নবজাতকের দায়িত্ব নিয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও শ্রীনগর থানার সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে নবজাতক ও তার মায়ের প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করেন। এসময় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার শিশুটির নাম রাখেন “প্রিয়ন্তী”।

সন্তান প্রসব করা নারীর নাম সালেহা(৩০)। ভাষার আঞ্চলিকতার কারণে ধারনা করা হচ্ছে তার বাড়ি সিলেট।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক ও মেডিকেল অফিসার প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়েছেন। শিশুটি ও তার মা সুস্থ্য রয়েছেন। তিনি আরো জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় শিশুটি ও তার মায়ের সার্বিক বিষয় দেখা শুনা করছে। তাদের খাদ্য ও কাপড়ের ব্যবস্থা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, মা ও নবজাতকের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :