আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

খুব একটা বদার্ড নই : মাহমুদউল্লাহ

আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মূল পর্বের আগে খেলা হবে বাছাইপর্ব। এই পর্বে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখী হবে টাইগাররা। এই বাছাইপর্বের বাধা পেরুতে পারলেই মিলবে মূল পর্বের টিকিট।

বাছাইপর্বে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি।

শক্তি সামর্থ্য ও ঐতিহ্যে বাংলাদেশ ‘বি’ গ্রুপের ফেভারিট দল। তবে ম্যাচের আগে বাংলাদেশকে ফেভারিট মানতে রাজি নন স্কটল্যান্ডর কোচ শেন বার্জার। বাংলাদেশকে গ্রুপের অন্য প্রতিপক্ষের কাতারেই রাখছেন স্কটিশ কোচ।

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত স্কটল্যান্ডের খেলোয়াড়েরা এমন কথাই বলেছেন কোচ। শেন বার্জার বলেন, ‘গ্রুপপর্বের  ম্যাচগুলোতে বাংলাদেশকে আমরা পাপুয়া নিউ গিনি বা ওমানের চেয়ে কোথাও উপরে দেখি না। সব দলই আমাদের বিপক্ষে জয় চাইবে তা আমরা ভালো করেই জানি। তবে আমরা তাদের সবার জন্যই হব সবচেয়ে বড় চ্যালেঞ্জের। আমরা প্রস্তুত।’

স্কটিশ কোচের এমন মন্তব্যর জবাবে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, “আমি খুব একটা বদার্ড (বিরক্ত) নই, উনি কী বলেছে। আমরা আমাদের খেলার সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি, দল হিসেবে আমরা নিজেদের সেরাটা মাঠে দেব এবং সেই চেষ্টাই থাকবে। ফল তার আপন পথ বেছে নেবে। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু থাকবে, হার্ড ক্রিকেট খেলব, এটাই জানি। প্রতিটি দলকেই সমানভাবে সম্মান করি, বিনয়ীও থাকতে চাই। পাশাপাশি হার্ড ও গুড ক্রিকেট খেলতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :