মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র কোরআন শরিফ সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় জয় মন্ডল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯ টা টার দিকে তাকে আটক করা হয়। আটক জয় মন্ডল উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষী বিলাস গ্রামের উত্তম মন্ডলর ছেলে । এ ঘটনায় রাতেই থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহানউদ্দিন বলেন, আটক জয় মন্ডল ফেসবুক পবিত্র কোরআন শরিফ সম্পর্কে মন্তব্য করে সেটি বিভিন্নজনের কাছে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তজনার সৃষ্টি হয়। অনাকাংখিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাৎক্ষনিকভাবে জয় মন্ডলকে আটক ও মোবাইলটি জব্দ করা হয়েছে । তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে এবং আসামীকে কোট হাজতে প্রেরন করা হয়েছে ।
Leave a Reply