স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০২ পাউন্ড ওজনের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশ। মঙ্গলবার রাতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে পঞ্চসারের আদারিয়াতলা এলাকার একটি বাড়ির দুইটি রুম থেকে মজুদ রাখা অবস্থায় এসব জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ২ লাখ ৫১ হাজার টাকা বলে জানায় মুক্তারপুর নৌ পুলিশ। নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) মীনা মাহমুদার নির্দেশে অভিযানের নেতৃত্ব দেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।#
Leave a Reply