আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

আরিয়ানের বন্ধু অনন্যার বাড়িতে এনসিবির অভিযান

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক-কাণ্ডে নাম জড়িয়ে পড়ল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের। আজ বৃহস্পতিবার চাঙ্কি পাণ্ডের বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)।

বাড়ি তল্লাশি শেষে সেখান থেকে বেশকিছু জিনিসপত্র উদ্ধার করেন এনসিবি কর্মকর্তারা। তদন্তের স্বার্থে সেগুলো কাজে লাগানো হবে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আরিয়ান গ্রেপ্তারের পর সেই মামলার তদন্তে উঠে এসেছে অনন্যারও নাম। তিনিও মাদক গ্রহণ করে বলে তথ্য পেয়েছে এনসিবি। তাকে জেরা করার জন্য তলবও করেছে এনসিবি। আজ ২১ অক্টোবর দুপুর ২টায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

শাহরুখ খানের খুব ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা চাঙ্কি পাণ্ডে। দুজনের দীর্ঘদিনের বন্ধুত্ব প্রভাব ফেলেছে তাদের পরিবারের সদস্যদের মধ্যেও। দুই তারকার স্ত্রীর মধ্যেও আছে দারুণ সম্পর্ক। আবার চাঙ্কির মেয়ে অনন্যা শাহরুখ খানের মেয়ে সুহানা খানের শৈশবের বন্ধু। আরিয়ান খানের সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :