আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

বিরামপুর সীমান্তে ৮ স্বর্ণের বারসহ গ্রেফতার ১

আব্দুর রউফ সোহেল( দিনাজপুর) বিরামপুর প্রতিনিধি :

বিরামপুর সীমান্ত কাটলা বাজার থেকে  আটটি স্বর্ণের বারসহ গুলজার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুই নম্বর কাটলা ইউনিয়নের কাটলা-বিরামপুর পাকা রাস্তার পাশের বিদ্যুৎ স মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।

গুলজার রহমান কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর এলাকার আব্দুর রহমানের পুত্র। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে বিরামপুর রাস্তা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে কাটলা বাজারের সামনে অবস্থান নেয় পুলিশ। এসময় সেখানে গুলজার রহমানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে গুলজার ওই মিলের কাঠের গুড়ির নিচে স্বর্ণের বারগুলো রেখে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া আটটি স্বর্ণের বারের ওজন ৮০ ভরি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :