-
- সিরাজদিখান
- ‘আমি রাজনীতি করতে এসেছি ডাকাত দলের সর্দার হতে নয়’
- আপডেট : অক্টোবর ২৪, ২০২১ at ৩:৫২ অপরাহ্ণ
- 322 বার পঠিত
সালাহউদ্দিন সালমান।
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী বলেছেন, ‘আমি রাজনীতি করতে এসেছি, ডাকাত দলের সর্দার হতে আসি নাই। আমার আগে পেছনে হুন্ডা বহরের প্রয়োজন নাই।’
রোববার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের জিপসরা এলাকায় উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহী বি চৌধুরী বলেন, ‘আমার নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আওয়ামী লীগ আমাদের বন্ধু দল আগামী ইউপি নির্বাচনে আমাদের বিকল্পধারা থেকে কোন প্রার্থী দেব না। তবে যে কেউ সতন্ত্র প্রার্থী হতে পারেন। আপনাদের আশ্বস্ত করতে পারি আগামী ইউপি নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে।’
বিকল্প ধারার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, কোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোমান হাওলাদার, উপজেলা বিকল্প ধারার যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, সিরাজদীখান উপজেলা বিকল্প ধারার সদস্য সচিব ইসহাক মাসুদ পারভেজ, উপজেলা যুবধারার আহ্বায়ক মো. কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন সায়েমসহ বিকল্প ধারার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভা শেষে কোলা ইউনিয়নে প্রায় চার কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন মাহী বি চৌধুরী।
Leave a Reply