আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

এক দিনে ৬ হাইভোল্টেজ ম্যাচ

ক্রিকেট কিংবা ফুটবলের সমর্থকেরা আজ টিভি পর্দা থেকে চোখ সরানোর সুযোগ পাবে না। আজ (রবিবার) রয়েছে ৬টি হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য দিনটা শুরু হবে বিকেল চারটায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে তখন।

এই ম্যাচ শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ক্রিকেটের বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তানের লড়াই। এই ম্যাচ চলার সময়ই শুরু হয়ে যাবে ফুটবল লড়াই। এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এদিন রাতেই রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল ম্যাচ।

রবিরার রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচ। একই সময়ে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামবে সময়ের অন্যতম জনপ্রিয় দল পিএসজি।

একনজরে আজকের ম্যাচগুলোর সূচি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা,
বিকাল ৪টা, শারজা।

ভারত বনাম পাকিস্তান,
রাত ৮টা, দুবাই।

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল
রাত সাড়ে ৯টায়।

বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ
রাত সোয়া ৮টা, ন্যু ক্যাম্প।

ইন্টার মিলান বনাম জুভেন্টাস
রাত ১২টা ৪৫ মিনিট, সান সিরো।

মার্সেই বনাম পিএসজি
রাত ১২টা ৪৫ মিনিট, স্তাদে ভেলোদ্রোম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :