স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী বাচ্চু বেপারী। জনপ্রিয়তার বিচারে এবার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হবেন বলে জানিয়েছেন। এরই মধ্যে দিন-রাত ৬ নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনি প্রচারণাও চালাচ্ছেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, এই ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও বর্তমান ইউপি সদস্য বাচ্চু বেপারীর নাম উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে। ইউপি সদস্য প্রার্থী হয়ে প্রচারণায় এগিয়ে রয়েছেন তিনি।
তারা জানান, প্রার্থীদের প্রতিদ্ব›িদ্বতার মধ্যে শীর্ষে রয়েছেন জনগণের পছন্দে থাকা ইউপি সদস্য বাচ্চু বেপারী। এ ছাড়া দীর্ঘদিন ধরে গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। কাজেই সাধারণ জনগণ তার মতো একজন সৎ, যোগ্য, ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকেই ইউপি সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত করতে চান। বাচ্চু বেপারী বলেন, আমার ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা আমার লক্ষ্য। শিক্ষিত সমাজ গড়া, মাদক ও সন্ত্রাস মুক্ত করে সমাজের উন্নত সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা।#
Leave a Reply