-
- সারাদেশ, সিরাজদিখান
- সিরাজদিখানে লতব্দী-বালুচর সমন্বয় পরিষদের আলোচনা সভা
- আপডেট : নভেম্বর ৫, ২০২১ at ৮:২৬ পূর্বাহ্ণ
- 312 বার পঠিত
সিরাজদিখানে লতব্দী-বালুচর সমন্বয় পরিষদের আলোচনা সভা
সালাহউদ্দিন সালমান।
“এসো এক হই অন্যায়ের বিরুদ্ধে কথা কই” এই শ্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে লতব্দী-বালুচর সমন্বয় পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ হতে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের ডিসি প্রজেক্টে মো: তাইজুল ইসলাম বাবুর সভাপতিত্বে নার্গীস সুলতানা ও মোহাম্মদ আলী হৃদয় এর সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আই সি টি অফিসার নজরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন লতব্দী -বালুচর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ।
Leave a Reply