সালাহউদ্দন সালমান।
নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর তফসিল অনুযায়ী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪ টি
ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ ডিসেম্বর।গতবুধবার (১০ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনেরতফসিল ঘোষণা করেন।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,জেলার ইসি ইতোমধ্যে আমাদের এ বিষয়ে অবগত করেছেন তবে নির্বাচন নিয়ে কোন কাগজ পত্র আমরা এখনো হাতে পাইনি।
এদিকে দেশের দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এর আগে প্রথম ধাপে ৩৬৪টি ইউপির নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী,চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে সিরাজদখান উপজেলার ১৪ টি ইউনিয়নে মনোনয়ন পত্র জমা দেওয়ার
শেষ তারিখ ২৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।
Leave a Reply