আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

শ্রীনগরে নৌকার মাঝি নির্বাচিত ৫ স্বতন্ত্র ৯

সালাহউদ্দিন সালমান।
মুন্সীগঞ্জের শ্রীনগরের ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল গেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর ও সুষ্ঠ পরিবেশের মধ্য দিয়ে ব্যাপক পরিমাণ ভোটারের উপস্থিতিতে ১৩ টি ইউনিয়নে ব্যালট পেপার ও ১ টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নে নৌকা ৫ স্বতন্ত্র ও ৯ জন প্রার্থী বিজয় লাভ করেছে।

শ্রীনগরে ১৪ ইউনিয়নে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনে নৌকা প্রতীকের ৫, বিএনপি ১, বিকল্পধারা ১ ও  আওয়ামী লীগের বিদ্রোহী ৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন রাঢ়ীখাল: বারেক খান (নৌকা)  ভাগ্যকূল:শাহাদাত কাজী (নৌকা),বাড়ৈখালি: ফারুক হোসেন (নৌকা),ষোলঘর: আজিজুল ইসলাম (নৌকা),পাটাভোগ: মুন খান(নৌকা),শ্রীনগর: তাজুল ইসলাম (বিএনপি),তন্তর: আলী আকবর (আনারস/আওয়ামী লীগ বিদ্রোহী), আটপাড়া: ফজলুল রহমান (চশমা/আওয়ামী লীগ  বিদ্রোহী), বীরতারা জিল্লুর রহমান (আনারস/ বিকল্প ধারা ),শ্যামসিদ্ধি জি এস নাজির (আনারস/আওয়ামী লীগ  বিদ্রোহী), হাসাড়া  মো. সোলাইমান খান (আনারস/আওয়ামী লীগ  বিদ্রোহী),বাঘড়া- আবু আল নাসের তানজিল (টেলিফোন/ আওয়ামী লীগ  বিদ্রোহী),কোলাপাড়া: রফিকুল ইসলাম বাবু(আনারস/আওয়ামী লীগ  বিদ্রোহী), কুকুটিয়া :বাবুল হোসেন বাবু ( আনারস/আওয়ামী লীগ  বিদ্রোহী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :