আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মুন্সীগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কল্পনার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহসীনা হক কল্পনা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে (১৩ নভেম্বর) মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহাম্মেদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী মহসিনা হক কল্পনা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ১২ নভেম্বর নির্বাচনী প্রতিক পাওয়ার পর আমার প্রতিপক্ষ নৌকা প্রতিকের প্রার্থী রিপন পাটোয়ারীর সন্ত্রাসী বাহিনীর সদস্য ফরহাদ খান, বিএনপি নেতা উজির আলী ও শিপন পাটোয়ারির নির্দেশে আমার কর্মী ৭ নং ওয়ার্ডের তালা মার্কার মেম্বার প্রার্থী আমজাদ হোসেন বাবু কাজী সহ নেতাকর্মীদের উপর হামলা করে। ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর করে তাদের এলাকা ছাড়া করে। এসময় সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র আমার কর্মী হাসিবুলের চোখ উঠিয়ে ফেলে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন প্রতিক পাওয়ার পর এখনো প্রচারণায় যেতে পারিনি। মোল্লাকান্দি ইউনিয়নে শান্তি শৃংখলা ব্রিফিংয়ে একটি অবাধ সুষ্ঠূ, নিরপেক্ষ নিবার্চনের দাবি করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহসিনা হক কল্পনা।#

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :