স্টাফ রিপোর্টার: রামপালে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মোশারফ হোসেন মোল্লা পক্ষে ইউনিয়ন আ.লীগের নির্বাচনী জনসভা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় হাতিমারা বাজারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মহিউদ্দিন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, ঢাকা উত্তর আ.লীগের সদস্য দেওয়ান আরিফুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. গোলাম মাওলা তপন, সাইফুল সামাদ বিন সুভ্র, মিরকাদিম পৌর আ.লীগ সভাপতি মো: বাসু,বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য মো: আসাদুজ্জামান সুমন, রামপাল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আ: হাকিম বেপারী,আ.লীগ নেতা শেখ মনিরুজ্জামান রিপন, আ.লীগ নেতা এড. জামিল সিদ্দিক বাপ্পি, কাউন্সিলর রহিম বাদশা, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, কেন্দ্রিয় যুবলীগ নেতা মো: আজমীর শেখ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আইএইচ শান্তনুর ও মো: অনিক ইসলাম ডিলন প্রমুখ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ নৌকার পক্ষে ভোট চান।
Leave a Reply