আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সিরাজদিখানে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

 

সালাহউদ্দিন সালমান।
সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে প্রার্থীদের দীর্ঘদিনের রুদ্ধশ্বাস জল্পনা কল্পনা শেষে চূড়ান্ত নৌকা প্রতীক পেলেন নমিনেশন যোদ্ধাদের মধ্যে কাঙ্ক্ষিত ভাগ্যবানেরা।জানায়ায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৩ নভেম্বর) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হয় এসব প্রার্থী।

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক পেয়েছেন,শেখরনগর ইউনিয়ন পরিষদে দেবব্রত সরকার, বালুচরে এএসএম শাহাদাত হোসেন, রশনিয়ায় মোহাম্মদ ইকবাল হোসেন, ইছাপুরায় আবদুল মতিন হাওলাদার, রাজানগরে মজিবর রহমান, চিত্রকোর্টে শামছুল হুদা (বাবুল), কেয়াইনে আশ্রাফ আলী, বাসাইলে সাইফুল ইসলাম, মধ্যপাড়ায় মি. করিম শেখ, বয়রাগাদীতে শহিদুল্লাহ, লতব্দীতে এস এম সোহরাব হোসেন, কোলায় মীর লিয়াকত আলী, জৈনসারে আবুল খায়ের বেপারী, মালখানগরে সানজিদা আক্তার।
নৌকা প্রতীক পাওয়া প্রার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস যেমন লক্ষ করা গেছে তাছাড়া দেখা গেছে বিজয় মিছিলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :