স্টাফ রিপোর্টার: আসন্ন পঞ্চসার ইউনিয়ন পরিষদে ৩ নং ওয়ার্ড নির্বাচনে তরুণ মুখ হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ নাঈমুর রহমান। ভোটের মাঠে নির্বাচনী প্রচার ও প্রচারণায় মাঠ চাঙ্গা রেখেছেন তিনি। ৩ নং ওয়ার্ডকে একটি আলোকিত ও মাদকমুক্ত ওয়ার্ড হিসাবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন। বিজয়ের লক্ষ্যে ফুটবল মার্কা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন নাঈমুর। আসন্ন পঞ্চসার ইউপি নির্বাচনে সবচেয়ে কমবয়সি মেম্বার পদপ্রার্থী নাঈমুর রহমান ভোটের মাঠে চমক দেখাতে পারেন বলে স্থানীয়রা মনে করছেন। নাইমুর বলেন, আসন্ন ২৮ তারিখ নির্বাচনে আমি আপনাদের নিকট ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করছি। আপনাদের সেবা করার লক্ষ্যে আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। এবং আপনাদের সেবা করার সুযোগ দিন।
Leave a Reply