স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আধারা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামছুল কবির মাষ্টারকে। এছাড়া একই অপরাধে বহিষ্কার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট এস আর রহমান মিলন ও আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম খাজাকে। নৌকার বিরুদ্ধে বিদ্রোহী হওয়ায় ও দলীয় শৃংখলা ভঙ্গের কারণে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারায় সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান স্বাক্ষরিত একটি পত্রে তাদের বহিষ্কার করার আদেশ দেওয়া হয়।#
Leave a Reply