আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

শিলইয়ে নৌকা প্রতিকের প্রার্থীর ক্যাম্পে আগুন

স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী আবুল হাশেম লিটনের ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যকান্দি এলাকার ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাশেম লিটন অভিযোগ করে বলেন, বুধবার রাত ১১ টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধার কর্মী সমর্থকরা মিছিল নিয়ে প্রথমে হুমকি-ধামকি দিয়ে ক্যাম্পে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে। পরবর্তীতে রাত পোনে বারোটার দিকে মিছিল নিয়ে এসে ক্যাম্পে আগুন জালিয়ে চেয়ার টেবিল পুড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অস্থায়ী নির্বাচনী ক্যাম্পটি তিন দিক থেকে কাপড় দিয়ে ঘেরা ছিল। আগুনে কাপড়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। আবুল হাসেম লিটন আরো বলেন, তার সমর্থিত নৌকা মার্কার ভোটারদের ভীতি সৃষ্টি করার জন্য রাতে পারভেজ মৃধার সমর্থকরা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেমের পক্ষ থেকে মুন্সীগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :