-
- সারাদেশ, সিরাজদিখান
- বালুচর ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী সাহাবাজ সরকারের মনোনয়ন ফরম জমা
- আপডেট : নভেম্বর ২৫, ২০২১ at ২:০৯ অপরাহ্ণ
- 301 বার পঠিত
বালুচর ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী সাহাবাজ সরকারের মনোনয়ন ফরম জমা
সালাহউদ্দিন সালমান।
আসন্ন ৪র্থ ধাপে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বেশ জমে উঠেছে।৪র্থ ধাপের তফসিল ঘোষণা করায় নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনের আমেজ বিরাজ করছে।নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এরই মধ্যে অনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-পাড়া- মহল্লার বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে পোস্টার, ব্যানার, ফেস্টুন চোখে পড়ার মতো।
সিরাজদিখানে বালুচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর উন্নয়ন ও আধুনিক বালুচর ইউনিয়ন গড়ার লক্ষ্যে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং বাল্যবিয়ে নির্মুলে বালুচর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এগিয়েছেন সাহাবাজ সরকার।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছেন।বৃহস্পতিবার ২৫ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার নির্বাচন কমিশনে এই মনোনয়ন ফরম জমা দেন।
এ-সময় আলাউদ্দিন মাষ্টার, সোহেল সরকার, খোকন সরকার, লিটন সরকার সহ অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
Leave a Reply