সালাহউদ্দিন সালমান।
আসন্ন ৪র্থ ধাপে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বেশ জমে উঠেছে।৪র্থ ধাপের তফসিল ঘোষণা করায় নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনের আমেজ বিরাজ করছে।নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এরই মধ্যে অনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-পাড়া- মহল্লার বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে পোস্টার, ব্যানার, ফেস্টুন চোখে পড়ার মতো।
সিরাজদিখানে চিত্রকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর উন্নয়ন ও আধুনিক চিত্রকোট ইউনিয়নের গড়ার লক্ষ্যে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং বাল্যবিয়ে নির্মুলে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতীক নিয়ে এগিয়েছে শামসুল হুদা বাবুল ।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছেন।বৃহস্পতিবার ২৫ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার নির্বাচন কমিশনে এই মনোনয়ন ফরম জমা দেন।
এ-সময় অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
Leave a Reply