স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজে অনার্স প্রথম বর্ষের মো: আকাশ নামে এক ছাত্রকে পরীক্ষা হলে আসতে দেরি হওয়ায় পরীক্ষায়য় অংশগ্রহণ করতে দেয়নি দায়িত্বরত শিক্ষক আশরাফ হোসেন। এতে করে এই শিক্ষার্থীকে এক বছর পিছিয়ে যেতে হলো।জানা গেছে আকাশ নামে এই ছাত্র পেটে ব্যথা নিয়ে দুদিন ধরে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ছিল। বৃহস্পতিবার তার প্রথম বর্ষের পরীক্ষা ছিল। হাসপাতাল থেকেই সকাল সাড়ে ১০ টায় হরগঙ্গা কলেজে পরীক্ষায় অংশ নিতে আসেন। কেন্দ্রে আসতে দেরি হয়েছে বিধায় তাকে পরীক্ষা দিতে দেয়া হয়নি।
মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র আকাশ জানান, আমি গত দুইদিন যাবত অসুস্থ হয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হই। হাসপাতাল থেকে অনেকটা সুস্থ্য হয়ে আজ আমার পরীক্ষায় অংশগ্রহণের জন্য হরগঙ্গা কলেজে যাই। এ সময় আমার একটু আসতে বিলম্ব হয়। তাই ওখানে দায়িত্বরত শিক্ষক মোঃ আশরাফ হোসেনকে বিষয়টি বুঝিয়ে বলি এবং তাকে অনুরোধ করি কিন্তু তিনি আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেননি। আমি স্যারকে বারবার বলেছি স্যার আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমি হসপিটাল থেকে এই পরীক্ষা দিতে এসেছি এ সময় তিনি আমার কোন কথা শুনতে চাননি এবং আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি।
এই বিষয়ে দায়িত্বরত ওই শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply