স্টাফ রিপোর্টার: আসন্ন বজ্রযোগিনী ইউপি নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা পদপ্রার্থী জেসমিন আক্তার বই মার্কা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ঘুরে ঘুরে তিনি নির্বাচনী শোডাউন করেন। এসময় বিভিন্ন এলাকার নারী-পুরুষ এই মিছিলে উপস্থিত ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জেসমিন আক্তার। জেসমিন আক্তার বলেন, আমি গত ৫ বছর এই অঞ্চলের লোকজনের সেবা করেছি। মানুষের সুখে দুঃখে পাশে রয়েছি। এবারও আমি প্রার্থী হয়েছি। আমার নির্বাচনী মার্কা বই। আমি আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি। ২৮ তারিখে আমাকে ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের স্নেহ-ভালবাসা ও সহযোগিতা চাই।
Leave a Reply