স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের পিছিয়ে পড়া শিশুদের জন্য সম্পূর্ষ নব সূর্যোদয় পাঠশালা নামে একটি স্কুল শুরু করা হয়েছে। বুধবার বিকিলে অপ্রতিরোধ্য বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় মুন্সীগঞ্জ পৌরসভার মণিপাড়া এলাকায় এ পাঠশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এ পাঠশাটির শুরুর উদ্যােগ নেন মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিল আব্দুস সাত্তার মুন্সী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল কলেজের অধ্যক্ষ মো.জাহাঙ্গীর হাসান।এসময় অন্যদের মধ্যে উপস্থিত সরকারি হরঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর সোহেল রানা,নাট্যকার জাহাঙ্গীর আলম, মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক সুজন হায়দার জনি,মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সাব্বির হোসেন জাকির, প্রথম আলো সাংবাদিক ফয়সাল হোসেন, মণিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি মিঠুন চন্দ্র দাস,সাধারন সম্পাদক সঞ্চিত কুমার প্রমুখ।
Leave a Reply