সিরাজদিখানে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
সালাহউদ্দিন সালমান।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আগামী ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্¦ে
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল ওয়াহিদ মো. সালেহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা প্রকৌশলীর শোয়াইব বিন আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্ত পাল, থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply