স্টাফ রিপোর্টার: ২৮ নবেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী রাসেদুন্নবীর পক্ষে কাজ করার দায়ে আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন এবং যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম চাকলাদারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ৩০ ডিসেম্বর তাদেরকে দলীয় পদ থেকে এই অব্যাহতি দেয়া হয়। মুন্সীগঞ্জ জেলা আ.লীগের সাধারণ শেখ লুৎফর রহমান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের গঠণতন্ত্র ৪৭ ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাকির হোসেন নয়ন ও খায়রুল ইসলাম চাকলাদারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ১ ডিসেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।
Leave a Reply