আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মুন্সীগঞ্জের কৃতিজন সংগীত শিল্পী জাহিদ নিরব

মাহবুব আলম জয়:  মুন্সীগঞ্জের কৃতিজন   জাহিদ নিরব। তিনি বাংলাদেশের একজন তরুণ সংগীতশিল্পী এবং সঙ্গীত পরিচালক। পরিবারের কাছে সংগীতের হাতেখড়ি। গানের দল চিরকুট ব্যান্ডের সদস্য হিসেবে বেশি পরিচিত।চিরকুটের কি-বোর্ডিস্ট হিসেবে কাজ করছেন তিনি।

২০১৫ সালে চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিনের হাত ধরে ‘আয়নাবাজি’ ছবির দুনিয়া গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সাথে যাত্রা শুরু করেন জাহিদ নিরব। একই সময়ে বাটার কমিউনিকেশনে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন তিনি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির এক অনবদ্য অংশে পরিস্ফুটিত হন জাহিদ নিরব। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় তিন শতাধিক বিজ্ঞাপনের মিউজিক করেন তিনি। বিজ্ঞাপনের পাশাপাশি অনেকগুলো শর্ট ফিল্ম এবং ফিকশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেন জাহিদ। ২০২০ ও ২০২১ সালে ক্লোজআপ কাছে আসার গল্পে পরপর দুটি গান করেন ও কম্পোজিশন করেন যা শ্রোতাদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :