স্টাফ রিপোর্টার: রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মোঃ হাবিবুর রহমান মোল্লার আজ নবম মৃত্যুবার্ষিকী। তিনি রামপাল ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে রামপালে ব্যাপক সমাজ সেবামূলক কর্মকান্ড করেন প্রয়াত রাজনীতিক ও ব্যবসায়ী হাবিবুর রহমান মোল্লা। রাজনীতির মাঠে আজও নেতাকর্মীরা তাকে স্মরণ করেন। সততা,সুনাম ও দক্ষ রাজনীতিক হিসেবে ছিল আলাদা পরিচিতি।
তার বড় পুত্র মো: অনিক ইসলাম জানান, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ এলাকা রামপালের পানামে শুক্রবার বাদ জুম্মা দোয়া, মিলাদ ও বৃক্ষরোপন কর্মসূচি সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে হাবিবুর রহমান মোল্লার মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply