মাহবুব আলম জয়: শুটিং হয়ে গেলো নিধান আহমেদের রচনায় একক নাটক “আবার কেনো দেখা হলো” । নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা সালাম সুমন ও সানজিদা ইসলাম।ত্রিভুজ প্রেমের গল্পে ভালোবাসার যে আবেগঘন মুহুর্ত তুলে ধরা হয়েছে দর্শক হৃদয়ে দাগ কেটে যাবে। নাটক টি পরিচালনা করেছেন জাভেদ মিন্টু। নাটকটি একুশে টিভিতে খুব শীঘ্রই প্রচার হবে। নাটকটির রচয়িতা নিধান আহমেদ বলেন, ত্রিভুজ প্রেমের গল্পে ভালোবাসার আবেগঘন মুহুর্ত তুলে ধরা হয়েছে নাটকটিতে। এটি দর্শক হৃদয়ে দাগ কেটে যাবে বলে প্রত্যাশা করি।
Leave a Reply