সালাহউদ্দিন সালমান।
সিরাজদিখানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ৫০ বছর সুবর্ণ জয়ন্তি উপলক্ষে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবীর দাশ, সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন,সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ আবু বকর সিদ্দিক,উপজেলা ভাই চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তাহামিনা আক্তার তুহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, লতব্দি ইউপি চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ।
প্রত্যুশে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসটি শুরু হয়। সূর্য উদয়ের সাথে সাথে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৯ টা থেকে জাতীয় সঙ্গিতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোল, বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে নেতৃত্বে ছিলো পুলিশ বাহিনী, সহযোগিতায় ছিলো আনসার বাহিনী। এরপর উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শণ করে। পরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিকেলে শপথ গ্রহণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আতশবাজির মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। #
Leave a Reply