স্টাফ রিপোর্টার: শ্রীনগর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মোঃ শাওন খান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাহিম আহমেদ প্রিন্স। বুধবার ( ১৫ ডিসেম্বর ২০২১) এই কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাবেল। আগামী এক বছর মেয়াদী ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাহবুব আলম ডিউ, সহ-সভাপতি আবির মৃধা, সহ-সভাপতি সাদ্দাম হোসেন নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মবিন হাসান পিয়াশ, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সৌরভ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা মিথুন। উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোঃ শাওন খান ও সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উপজেলা ছাত্রলীগকে গড়ে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ক্লিন ইমেজের নেতাদের দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠণ করবো ইনশাল্লাহ।
শ্রীনগর নব নির্বাচিত ছাত্রলীগ সভাপতি শাওন খান বাংলাদেশ ছাত্রলীগ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি (মুন্সীগঞ্জ ১) সদস্য ও শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।এছাড়াও নতুন কমিটির ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স শ্রীনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
Leave a Reply