আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সিরাজদিখানে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

সালাহউদ্দিন সালমান।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানা ছাত্রলীগের নয়া কমিটি দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, গত বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল মিলে আরিয়ান আবদুল্লাহ অনিককে সভাপতি এবং কাউছার খানকে সাধারণ সম্পাদক করে সিরাজদিখান থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা দেন।

এর আগে দুপুর ১২টার দিকে সিরাজদীখান উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীসহ আগের কমিটির নেতাকর্মীরা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।

তবে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এখনো কোনো অভিযোগ পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :