আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় ওসির সাথে

 

সালাহউদ্দিন সালমান॥
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আগামী ২৫ জানয়ারি শনিবার উদযাপন করার লক্ষে গতকাল সোমবার দুপুরে সিরাজদিখান থানা পুলিশের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের নেত্রীবৃন্দ সহ সাধু যোশেফ গির্জার ফাদার লিন্টু ফ্রান্সিস ডি কস্টা,আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নয়ন রোজারিও সহ অন্যান্যরা।আসন্ন ২৬ তারিখে সিরাজদিখান ইউপি নির্বাচন কে সামনে রেখে ২৫ তারিখে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন যাতে সুস্থ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করতে পারে সে স¤পর্কে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন তাদের আশ্বস্ত করেন।তিনি বলেন মুন্সীগঞ্জ জেলার এক মাত্র খ্রীষ্টান পল্লী সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গীর্জায় যাতে নির্বিঘেœ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন করতে পারেন সে জন্য সিরাজদিখান প্রশাসন স¤পূর্ণ সচেষ্ট আছেন।

জানায়ায় আজ থেকে দুই হাজার বছর আগে ২৫ জানয়ারি দিনেই ধরণীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারিমাতা মেরির কোলে জন্ম হয়েছিল যিশুর। দিনটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে আনন্দের।খ্রিস্ট ধর্মালম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটে। বড় দিনকে ঘিরে মুন্সীগঞ্জ জেলার এক মাত্র খ্রীষ্টান পল্লী সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গীর্জাসহ আশপাশের এলাকায় সাজসজ্জা করা হয়েছে , তবে সিরাজদিখান ইউপি নির্বাচনকে ঘিরে ২৫ তারিখের বড়দিনের আনন্দ উদযাপন কিছুটা সংক্ষেপ আকারে পালন করা হবে বলে জানান,সাধু যোশেফ গির্জার ফাদার লিন্টু ফ্রান্সিস ডি কস্টা,সহ স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের নেত্রীবৃন্দ ও সিরাজদিখান থানার ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :