আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

ডিএসসিসির মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি মৃণাল কান্তি দাস

অনিক হাসানঃ

মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত এবং করপোরেশনের আওতাভুক্ত এলাকা থেকে প্রায় পাঁচ শত মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচশোর অধিক মুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে সন্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :