স্টাফ রিপোর্টার।
সিরাজদিখান নির্বাচনে ১৪ টি ইউনিয়নের মধ্যে বালুচর ইউনিয়নের চান্দের চর খাসকান্দি চরপানিয়া ভোট কেন্দ্র অধিক ঝুঁকির তালিকায় রয়েছে।সেই সাথে স্থানীয় চেয়ারম্যান নির্বাচনে নৌকা এবং আনারস প্রতীকের প্রার্থীদের মধ্যে দেখা গেছে সহিংসতার আভাস,শনিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।এছাড়া নির্বাচনে আনারসকে ঠেকাতে চলতি মাসে ২২ তারিখে বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ভোটারদের সাথে হাজী বাজার গাউজুদ্দিন বিদ্যালয়ের মাঠে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতাকর্মীদের এনে উঠান বৈঠক করিয়েছেন নৌকা প্রতীকের শাহাদাৎ হোসেন যেখানে উপস্থিত ছিলেননা সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ সহ আরও অনেকে।জানায়ায় আনারস কে ঠেকাতে ইতোমধ্যে কেরানীগঞ্জ গিয়ে নৌকা প্রার্থী একাধিকবার বৈঠক করেছেন।এছাড়া ঝুঁকিপূর্ণ চান্দেরচর খাসকান্দি পাইনাচর কেন্দ্রের ভোটারদের সাথে কথা বলে জানায়ায় নির্বাচনের দিন কেরানীগঞ্জ থেকে নাকি বহিরাগত লোক এসে ভোটকেন্দ্র দখল করতে আসবে এমন খবরে মূল সিরাজদিখান থেকে বিচ্ছিন্ন বালুচরের ১,২,৩,নং ওয়ার্ডের ভোটারা ভীতু সন্ত্রস্ত। এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন,ঝুঁকিপূর্ণ এই তিনটি কেন্দ্রের জন্য আমরা র্যাব দিয়ে দিয়েছি সেই সাথে বিজিবি সহ অন্যান্য টিম থাকবে।এছাড়া আমি অলরেডি কেরানীগঞ্জ ইউএনও কে বলে দিয়েছি ওখানকার ওসিকে বলে দেবে যাতে ঐদিকে কোনকিছু না হয়।
Leave a Reply