মাহবুব আলম জয়: ঠাকুরগাঁওয়ে চারদিনব্যাপী বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলার উদ্বোধন হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩ টায় ঠাকুরগাঁও ঐতিহ্যবাহী বড়মাঠে এই বইমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, আ. লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ অন্যরা।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বইমেলার আয়োজন করা হয়।
Leave a Reply