স্টাফ রিপোর্টার: লৌহজংয়ের যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথমদিন শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বিদ্যালয়ের সভাপতি রাজেকুর রহমান জনির সভাপতিত্বে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর কালু ও সমাজসেবক সোহেল গাজী সহ অন্যরা।
যশলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজেকুর রহমান জনি বলেন, বছরের প্রথমদিনে বই পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নতুন বই বিতরণের কার্যক্রম হয়েছে। বই নিয়ে শিশুরা নিজ নিজ ঘরে ফিরেছে।
Leave a Reply