স্টাফ রিপোর্টার: মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর বেজগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসটির এক স্টাফ নিহত এবং ১০ বাস যাত্রী আহত হয়। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় নিহত মো. রিয়ান মিয়া (২২) বাসটির সুপারভাইজার। সে বরগুনার পাথরঘাটা শামসুল আলমের পুত্র।আহত শিব শংকর (৩০), সাথি (১৭), নুপুর রানী (৩১), শিশু সুপ্রিম (২), রাকিব ফরাজী (১৯), দুলাল (৩৭), মিলন (২৫) মিরাজ (২৮), ইমরান (৩০) ও মিল্টনকে (৩২) উদ্ধার করে ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান, মাওয়াগামী দ্রুতগতির বাসটি কার্ভাডভ্যানটিকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।দুটি যানই পুলিশ আটক করেছে।
Leave a Reply