স্টাফ রিপোর্টার: রাজধানী মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে ৭০ বছর বয়সী মো. নুরুল হক নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। গত মঙ্গলবার দুপুর ৩টায় আদাবরে মনসুরাবাদ এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় বুধবার নিখোঁজের ছেলে নুরুন নবী শোভন নিখোঁজ মর্মে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নম্বর ২৪০।
জানা যায়, নিখোঁজের সময় তার পরনে ছিল আকাশি রঙ্গের শার্ট ও লুঙ্গি, গায়ের রং কালো, মাথার চুল সাদা ও মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি। তার আনুমানিক বয়স ৭০ বছর এবং উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। নুরুল হকের কোনো সন্ধান পাওয়া গেলে তার ছেলে নুরুন নবী শোভনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। শোভনের মোবাইল নম্বর ০১৬৭৫১৩০৪৭৫।
— সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply